Wellcome to National Portal
কৃষি বিপণন অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd জুন ২০২১

সদাই

এন্ড্রয়েড ফোন থেকে  ডাউনলোড করুন:

যোগাযোগ: ০২-৫৫০২৮৪৪৭
ই-মেইল: adict@dam.gov.bd

 

সদাই মোবাইল এ্যাপস এর লক্ষ্য ও উদ্দেশ্য:

  • কৃষক, কৃষি উদ্যোক্তা , কৃষি ব্যবসায়ী, কৃষক বিপণন দল এর মোবাইল এ্যাপস এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে ও জাতীয় পর্যায়ে বিপণন কার্যক্রম শুরু করা।
  • মোবাইল এ্যাপস ভিত্তিক বিপণন কার্যক্রমের মাধ্যমে বর্তমান কোভিড পরিস্থিতিতে ভোক্তা সাধারণের কৃষি বাজারে জনসমাগম হ্রাস করা।
  • কোভিড পরিস্থিতির কারণে কর্মহীন হয়ে পড়া যুবক সম্প্রদায়কে কর্মসংস্থানের সুযোগ তৈরী করে দেওয়া।
  • একই এ্যাপস এর মাধ্যমে অসংখ্য কৃষি উদ্যোক্তার অংশগ্রহণে একটি সুস্থ্য প্রতিযোগিতার মাধ্যমে উপযুক্ত বিপণন ব্যবস্থা কার্যক্রম চালু করা।
  • বিপণন চ্যানেলে মধ্যস্থতাকারীদের ভূমিকা হ্রাস করা।

সদাই মোবাইল এ্যাপস এর বৈশিষ্ট্য:

  • সকল শ্রেণীর ব্যবহারকারীর সুবিধার্থে এ্যাপসটি সম্পূর্ণ বাংলা ভাষায় তৈরী করা হয়েছে।
  • খুচরা ব্যবসায়ী, কৃষক, কৃষি উদ্যোক্তা, নারী উদ্যোক্তা ও ভোক্তা সাধারণের ব্যবহার উপযোগী একটি সমন্বিত প্লাটফর্ম। একটি প্লাটফর্মেই পাওয়া যাবে সকল কৃষি পণ্য, সকল অনলাইন কৃষি স্টোর।
  • সদাই মোবাইল এ্যাপস এর দুটো অংশ। একটি ভোক্তা সাধারণের ব্যবহারের জন্য এবং অন্যটি উদ্যোক্তাগণের জন্য। উদাহরণস্বরুপ: বিকাশ, নগদ ও রকেট এ যেমন উদ্যোক্তাগণের জন্য একটি এ্যাপস থাকে এবং সাধারণ জনগনের জন্য আলাদা একটি এ্যাপস থাকে তেমনি সদাই এর জন্য পৃথক দুটো এ্যাপস প্রস্তুত করা হয়েছে। দুটো এ্যাপসই গুগোল প্লে স্টোর থেকে কৃষি উদ্যোক্তা ও ভোক্তা সাধারণ ডাউনলোড করে নিতে পারবে।
  • ভোক্তা ও উদ্যোক্তাগণ এ্যাপসটি রেজিস্ট্রেশন করবে জেলাভিত্তিক। তবে ভোক্তা যে জেলা হতেই রেজিস্ট্রেশন করুক না কেনো তিনি চাইলেই এ্যাপস এর মাধ্যমে অন্য জেলায় প্রবেশ করে অনলাইনে বাজার করতে পারবেন।  উদাহরণস্বরুপ: ঢাকায় কর্মরত একজন ব্যক্তি চাইলে অন্য জেলায় অবস্থানরত নিজ পরিবারের জন্য বাজার করে দিতে পারবেন এই এ্যাপস এর মাধ্যমে। প্রাথমিকভাবে শুধু জেলা সদরে এই এ্যাপস এর মাধ্যমে বিপণন কার্যক্রম চালু করা হবে। ক্রমান্বয়ে এর কার্যপরিধি উপজেলা পর্যায়ে সম্প্রসারণ করা হবে।
  • এই এ্যাপস এর মাধ্যমে বিশেষ বিশেষ কৃষি পণ্য ও প্রক্রিয়াজাত কৃষিপণ্য এবং এলাকাভিত্তিক প্রসিদ্ধ কৃষিপণ্য এক জেলা থেকে অন্য জেলায় কুরিয়ারের মাধ্যমে বিপণন এর ব্যবস্থা করা হবে। যেমন: মধু, ঘি, সরিষার তেল, সূর্যমুখী তেল, কক্সবাজারের শুটকী, খুলনার চুঁইঝাল, বগুড়ার মহাস্থানগড়ের কটকটি, হাতে ভাজা মুড়ি, চিড়া, রাজশাহী ও চাপাইনবাবগঞ্জের বিখ্যাত আম, দিনাজপুরের লিচু, আচার ইত্যাদি।
  • এ্যাপস এ লগইন করার সাথে সাথে একজন ভোক্তা ডিফল্ট হিসেবে বিশেষ বিশেষ কৃষিপণ্য ও প্রক্রিয়াজাতকৃত কৃষি পণ্য দেখতে পাবে। সেখান থেকে সারা দেশের যে কোনো জায়গা থেকে সেই কৃষিপণ্য সমূহ ক্রয় করতে পারবে। ভোক্তাগণ যদি তার নিজ জেলা থেকে কৃষি পণ্য নিজ জেলার ভেতরেই ক্রয় করতে চান সেই অপশনও পাশাপাশি থাকবে। অর্থাৎ, এই এ্যাপসটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো কৃষি উদ্যোক্তা ও ভোক্তাগণের নিজ জেলার মধ্যেও বিপণন করতে পারবেন আবার সমগ্র দেশের মধ্যেও বিপণন করতে পারবেন।
  • প্রাথমিক পর্যায়ে শুধুমাত্র মোবাইল এ্যাপস এর মাধ্যমে এই কার্যক্রম পরিচালনা করা হবে। পরবর্তীতে কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন অনলাইন ভিত্তিক কৃষি বিপণন ব্যবস্থা উন্নয়ন শীর্ষক কর্মসূচির মাধ্যমে এই এ্যাপস এর ওয়েব ভার্সন চালু করা হবে।
  • এই এ্যাপস এর মাধ্যমে দেশব্যাপী টিসিবি এর পণ্যও বিক্রয় করা সম্ভব হবে।
  • ভোক্তা ও উদ্যোক্তার রেটিং সিস্টেম চালু আছে। ফলে ভোক্তা ও উদ্যোক্তাগণ একে অপরকে রেটিং প্রদান করতে পারবে। ফলে কৃষি উদ্যোক্তাগণের পণ্যের গুণগত মান সম্পর্কে সহজেই ধারনা পাওয়া যাবে। পণ্যের মান খারাপ হলে স্থানীয় জেলা কৃষি বিপণন অধিদপ্তর ঐ উদ্যোক্তার রেজিস্ট্রেশন বাতিলপূর্বক কৃষি বিপণন আইন-২০১৮ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-2009 অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে।
  • কৃষি উদ্যোক্তাগণ ক্যাশ অন ডেলিভারী, বিকাশ/নগদ/রকেটের মাধ্যমে তাদের পণ্য বিক্রয় করতে পারবে।
  • পরবর্তীতে একটি সমন্বিত পেমেন্ট গেটওয়ের মাধ্যমে নগদ, বিকাশ ও রকেট ও ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে পণ্য ক্রয় বিক্রয়ের ব্যবস্থা থাকবে।

সদাই মোবাইল এ্যাপস এর সুবিধা সমূহ: (ভোক্তা)

  • ওয়েলকাম পেইজ
  • অ্যাপলিকেশনের ভিউ
  • লগইন ও রেজিস্ট্রেশন
  • আমাদের সম্পর্কে পেইজ
  • ভোক্তার মেন্যুবার
  • দেশের যে কোনো জায়গা থেকে এবং নিজ জেলা থেকে ক্রয় করার অপশন
  • ডেলিভারী ঠিকানা পরিবর্তন করার অপশন
  • স্টোরের স্বতাধিকারীর সাথে কল করার অপশন ও রেটিং
  • ক্যাটাগরি অনুযায়ী পণ্য দ্রব্যসমূহের বিবরণ
  • কার্টে পণ্যদ্রব্য যোগ করার অপশন
  • ভোক্তার ড্যাশবোর্ড
  • এডভান্স পেমেন্টের অপশন
  • ক্যাশঅন ডেলিভারীর অপশন
  • মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্টের অপশন
  • পণ্যের নাম দ্বারা কৃষি উদ্যোক্তার পেইজে পণ্য সার্চ
  • কৃষি উদ্যোক্তার  স্টোর ও স্টোরের নাম্বার দ্বারা সার্চের অপশন
  • পণ্য ক্যাটাগরি নির্বাচনের মাধ্যমে কাঙ্ক্ষিত স্টোর সার্চ
  • চেক কার্ট পেইজ
  • অর্ডার বাতিল করার অপশন
  • কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারীর অপশন
  • অর্ডারকৃত পণ্যদ্রব্যের বিস্তারিত বিবরণ পেইজ
  • সচরাচর প্রশ্নের পেইজ
  • কল সেন্টার সুবিধা

সদাই মোবাইল এ্যাপস এর সুবিধা সমূহ: (সদাই-উদ্যোক্তা)

  • নতুন পণ্য সংরক্ষণের অপশন
  • সংরক্ষিত পণ্যসমূহের বিবরণ সংবলিত তালিকা
  • প্রতিটি পণ্যের বিস্তারিত তথ্য সন্নিবেশনের অপশন
  • ডেলিভারী চার্জ নির্ধারনের অপশন।
  • ডেলিভারী ম্যান ও কুরিয়ার সার্ভিসের শক্তিশালী ডেটাবেজ।
  • সংরক্ষিত পণ্যসমূহের তথ্য পরিবর্তন করার অপশন
  • পণ্যসমূহের তালিকা থেকে  কাঙ্ক্ষিত পণ্য খোঁজার অপশন
  • অনলাইন শপ স্ট্যাটাস পরিবর্তন করার অপশন
  • কৃষি উদ্যোক্তার ড্যাশবোর্ড
  • অর্ডারের স্ট্যাটাস অনুযায়ী অর্ডারসমূহের তালিকা
  • অর্ডারকৃত পণ্যসমূহের বিস্তারিত বিবরণ
  • নতুন পণ্য অনুরোধ
  • সর্বনিম্ন অর্ডার পরিমাণ (টাকা)
  • ডিসকাউন্ট অফার চালু/বন্ধ
  • ডেলিভারি চার্জ নির্ধারণ
  • সকল ধরনের প্রক্রিয়ায় এসএমএস এর মাধ্যমে ভোক্তাকে অবহিত করার অপশন।
  • প্রতিটি পণ্যের সাথে ছবি যুক্ত করার অপশন।
  • ভোক্তার নাম্বারে কল করার অপশন

উদ্যোক্তার নিবন্ধন করতে যা লাগবে: (ডাউনলোড করতে হবে সদাই উদ্যোক্তা-sadai Uddokta)

  • এন্ড্রয়েড ফোন
  • মোবাইল নাম্বার
  • জাতীয় পরিচয়পত্রের সফটকপি। (মোবাইলে সংরক্ষণ থাকতে হবে
  • পাসপোর্ট সাইজের ছবি। (মোবাইলে সংরক্ষণ থাকতে হবে)

ক্রেতার নিবন্ধন করতে যা লাগবে: (ডাউনলোড করতে হবে সদাই-sadai)

  • এন্ড্রয়েড ফোন।
  • মোবাইল নাম্বার।

সদাই এ্যাপস এর জন্য উদ্যোক্তার ধরন:

       ক্যাটাগরি-০১ (একক ও গ্রুপ ভিত্তিক):

কৃষি উদ্যোক্তা নির্বাচনের ক্ষেত্রে এমন একজন ব্যক্তিকে নির্বাচন করতে হবে যিনি ভোক্তার অর্ডারকৃত পন্য নিজ উদ্যোগে ক্রয় করে ভোক্তার কাছে পৌছে দিতে পারবে। এমন উদ্যোক্তা এই এ্যাপস এর মাধ্যমে যে কোনো ধরনের কৃষিপন্য বিক্রয় করতে পারবে। একক ব্যক্তির পক্ষে সম্ভব না হলে একাধিক ব্যক্তির সমন্বয়ে গ্রুপ গঠন করে এই কর্মকান্ড পরিচালনা করা যেতে পারে। কৃষি উদ্যোক্তা নির্বাচনের ক্ষেত্রে এমন বৈশিষ্ট্যসম্পন্ন উদ্যোক্তাদের গুরত্ব দেয়া হবে। এই ধরনের উদ্যোক্তা তৈরী করতে পারলে একজন ভোক্তা একজন উদ্যোক্তার কাছ থেকেই সকল পণ্যের অর্ডার করতে পারবেন এবং একটি মাত্র ডেলিভারী চার্জ এর মাধ্যমে সকল পণ্য ক্রয় করতে পারবেন। প্রতিটি উদ্যোক্তার জন্য একটি অনলাইন স্টোরের নাম নির্ধারন করা হবে।

ক্যাটাগরি-০২ (এফএমজি):

 

ফার্মার্স মার্কেটিং গ্রুপকে এক একটি প্রতিষ্ঠান বিবেচনা করে সেই গ্রুপের একজন তরুন ও শিক্ষিত সদস্যকে উদ্যোক্তা হিসেবে নির্বাচন করা হবে। এক্ষেত্রে, সদাই এ্যাপস এর জন্য ১০ সদস্য বিশিষ্ট এক বা একাধিক গ্রুপ গঠন করা হবে। প্রতিটি গ্রুপের জন্য একটা অনলাইন স্টোরের নাম নির্ধারন করা হবে।

       ক্যাটাগরি-০৩ (কৃষি পণ্যের গ্রুপ ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান):

বর্তমানে অফলাইনে ব্যবসা করছেন এবং তার প্রতিষ্ঠান থেকে সরাসরি নিজ উদ্যোগে ভোক্তার নিকট কৃষিপণ্য পৌছৈ দিতে পারবেন এমন প্রতিষ্ঠানের প্রধানকে অনলাইন কৃষি উদ্যোক্তা হিসেবে নির্বাচন করা হবে। এক্ষেত্রে এক একটি প্রতিষ্ঠান এক বা একাধিক কৃষি পণ্যের গ্রুপের পণ্য বিক্রয় করতে পারবে। প্রতিষ্ঠানের বিদ্যমান কোনো নাম থাকলে সেই নাম অনলাইন স্টোরের জন্য ব্যবহার করা হবে। নাম না থাকলে নতুন নাম নির্ধারন করা হবে। এক্ষেত্রে, প্রতিষ্ঠান প্রধানের নিযুক্ত কোনো ব্যক্তি অনলাইনে সদাই এ্যাপস এর মাধ্যমে ব্যবসায়িক কর্মকান্ড পরিচালনা করতে পারবে।

       ক্যাটাগরি-০৪ (খামারী উদ্যোক্তা):

নিজস্ব মুরগী, ডিম কিংবা মাছ সহ অন্যান্য কৃষিপণ্যের খামার আছে এমন ব্যক্তি যিনি সরাসরি ভোক্তার কাছে তার উৎপাদিত কৃষিপণ্য পৌছে দিতে পারবেন, তাকে সদাই এ্যাপস এর অনলাইন কৃষি উদ্যোক্তা হিসেবে নির্বাচন করা হবে। অনলাইন স্টোরের নাম নির্ধারন করার ক্ষেত্রে তার খামারের নাম ব্যবহার করা হবে। বর্ণিত ০৪ টি ক্যাটাগরীর উদ্যোক্তাগণ কেবলমাত্র নিজ জেলাতে বিপণন করতে পারবেন। এই ক্যাটাগরীর উদ্যোক্তাগণ নিজ জেলার বাইরে বিপণন করতে চাইলে তাকে ক্যাটাগরী ০৫ নিবন্ধন করতে হবে।

ক্যাটাগরি-০৪ (প্রসিদ্ধ প্রতিষ্ঠান):

স্ব স্ব এলাকার প্রতিষ্ঠান যারা এলাকার কৃষিপণ্য বিক্রয়ে প্রসিদ্ধ এমন প্রতিষ্ঠান এর প্রধানকে অনলাইন কৃষি উদ্যোক্তা হিসেবে নির্বাচন করা যাবে। যেমন: মধু, ঘি, সরিষার তেল, সূর্যমুখী তেল, কক্সবাজারের শুটকী, খুলনার চুঁইঝাল, বগুড়ার মহাস্থানগড়ের কটকটি, হাতে ভাজা মুড়ি, চিড়া, রাজশাহী ও চাপাইনবাবগঞ্জের বিখ্যাত আম, দিনাজপুরের লিচু ইত্যাদি। এ সকল পণ্য দেশব্যাপী কুরিয়ারের মাধ্যমে এবং নিজ জেলার মধ্যে বিপণনের ব্যবস্থা করা হবে।

ডেলিভারী সিস্টেম:

  • পণ্যের ডেলিভারী নিশ্চিত করার ক্ষেত্রে সংশ্লিষ্ট বাজার হতে এক বা একাধিক ডেলিভারী ম্যান নিয়োগ করা যাবে। যাদের ব্যয় নির্বাহ করা হবে ডেলিভারী চার্জ থেকে।
  • যে সমস্ত জেলায় কৃষি বিপণন অধিদপ্তরের নিজস্ব পরিবহন ভ্যান রয়েছে তারা ডেলিভারী প্রদানের ক্ষেত্রে এই পরিবহন ভ্যান কৃষি উদ্যোক্তাদের ব্যবহারের অনুমতি দেয়া হবে।
  • নিজ নিজ স্টোরের স্বতাধিকারীগণ নিজস্ব উদ্যোগে ডেলিভারী ব্যবস্থা চালু করতে পারবেন।

উদ্যোক্তাগণ যেভাবে উপকৃত হবেন:

  • কোভিড-১৯ পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া ব্যক্তি এই এ্যাপস এর মাধ্যমে উদ্যোক্তা হয়ে অনলাইনে কৃষি ব্যবসা শুরু করতে পারবেন।
  • শুধুমাত্র সদাই এ্যাপস এ বিনামূল্যে নিবন্ধন করে একজন উদ্যোক্তা অনলাইন ব্যবসা পরিচালনা করতে পারবেন। যেখানে নিজ উদ্যোগে ওয়েব ও এ্যাপস তৈরী করতে তার  বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হতো।
  • সরকারী প্লাটফর্মে অনলাইন ব্যবসা করার কারণে ভোক্তা ও উদ্যোক্তার একে অন্যের প্রতি আস্থা বৃদ্ধি পাবে।
  • খামারী উদ্যোক্তাগণ নিজের উৎপাদিত পণ্য সরাসরি ভোক্তার নিকট পৌছাতে পারবেন।
  • উদ্যোক্তাগণ তাদের গুণগতমানসম্পন্ন ও প্রসিদ্ধ পণ্যসমূহ দেশব্যাপী বিপণনের সুযোগ পাবেন।

কৃষি বিপণন অধিদপ্তরের ভুমিকা:

  • সকল অনলাইন উদ্যোক্তাদের তাদের ব্যবসায়িক কার্যক্রম মনিটর।
  • প্রয়োজনীয় সহযোগিতা ও পরামর্শ প্রদান।
  • পণ্যের গ্রেডিং, সর্টিং, প্যাকেজিং, প্রক্রিয়াকরণ ও বিপণন বিষয়ে প্রশিক্ষণ প্রদান।
  • অনলাইন স্টোরগুলোর পণ্যসমূহের উপযুক্ত মূল্য নির্ধারণ।
  • পণ্যের গুণগত মান নিশ্চিতকরণ।
  • ক্ষেত্রবিশেষে পরিবহণ সুবিধা প্রদান।
  • অনলাইন স্টোর ও তাদের পণ্যসমূহের অধিদপ্তরের উদ্যোগে প্রমোশনের ব্যবস্থা করা।
  • ভেজাল পণ্য বিপণনে কৃষি বিপণন আইন-২০১৮ ও ভোক্তা অধিকার সংরক্ষণ-২০০৯ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ।
  • উদ্যোক্তার নিবন্ধন বাতিল।

 


COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon