Wellcome to National Portal
কৃষি বিপণন অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ ডিসেম্বর ২০১৫

সমন্বিত মান সম্পন্ন উদ্যান উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) (বিপণন অংগ)

সমাপ্ত প্রকল্পের সংক্ষিপ্ত-সারঃ

 

১।

প্রকল্পের নাম

:

বাংলায়ঃ সমন্বিত মানসম্পন্ন উদ্যান উন্নয়ন প্রকল্প-২য় পর্যায় (বিপণন অংগ)

ইংরেজীঃ Interated Horticulture Development Project -2nd  Phase (DAM-Part)

২।

মন্ত্রণালয়/বিভাগের নাম

:

কৃষি মন্ত্রণালয়

৩।

বাস্তবায়নকারী সংস্থা

:

ক) কৃষি  সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) (লীড এসেন্সি)

খ) বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউট (বারি)

গ)বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)

ঘ) কৃষি বিপণন অধিদপ্তর (ডিএএম)

৪।

সেক্টর

:

কৃষি

৫।

সাব-সেক্টর

:

ফসল

৬।

বাস্তবায়নকাল

:

১ জুলাই,২০১০ হতে ৩০ জুন, ২০১৫ পর্যন্ত।

৭।

প্রাক্কলিত ব্যয় (লক্ষ টাকায়)

:

মোট

t ২৭৪০.০০ লক্ষ টাকা

স্থানীয় মুদ্রা

t ২৭৪০.০০ লক্ষ টাকা

বৈদেশিক মুদ্রা

t --

৮।

অর্থায়ন উৎস (লক্ষ টাকায়)

:

মোট

t ২৭৪০.০০ লক্ষ টাকা

জিওবি

t ২৭৪০.০০ লক্ষ টাকা

প্রকল্প সাহায্য

t ------

টাকাংশ

t ------

৯।

অনুমোদন পর্যায়

:

অনুমোদিত

১০।

প্রকল্পের প্রধান উদ্দেশ্য

:

(ক) শাক-সবজি ফলমূলের সংগ্রহোত্তর অপচয়  কমানের লক্ষ্যে গৃহ পর্যায়ে প্রক্রিয়াজাতকরণ এবং সংরক্ষণ ব্যবস্থা  উন্নয়নের মাধ্যমে  বিপণন ব্যয় হ্রাস এবং কৃষি বিপণন ব্যবস্থার দক্ষতা বৃদ্ধি।

(খ) সুবিধাভোগীদের মাঝে গনসচেতনতা সৃষ্টি এবং Motivational ও Promotional   কর্মকান্ডের মাধ্যমে এলাকাভিত্তিক নির্ধারিত কৃষি পণ্যের বাজারকে উন্নয়ন করা।                                                 

(গ) দারিদ্র বিমোচনের লক্ষ্যে নারীদের কৃষি ও কৃষি ব্যবসায় জড়িত করার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্ঠি করা।

(ঘ) প্রকল্প এলাকার কৃষক ও সুবিধাভোগীদের পুষ্ঠিমানের উন্নয়ন।

১১।

(ক) প্রকল্পের আওতায় গৃহীতব্য কার্যাবলীর সংক্ষিপ্ত বিবরণ

:

(ক) ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের সমন্বয়ে ১২টি জেলায় মোট ১৮০০০  কৃষকের সমন্বয়ে মোট ৬০০টি

স্বপ্রণোদিত মার্কেটিং দল গঠন;

(খ) গঠিত দলসমূহকে বাজারজাতকরণ, প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণের উপর প্রশিক্ষণ প্রদান;

(গ) নরসিংদী, কুমিল্লা, খুলনা ও রংপুরে ৪টি অফিস কাম-প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ও প্রশিক্ষণ

কেন্দ্র নির্মাণ;

(ঘ) উৎপাদনকারী, ব্যবসায়ী ও রপ্তানীকারকদের মধ্যে বাজার ব্যবস্থাপনা পদ্ধতির সংযোগ স্থাপন;

(ঙ) প্রকল্প এলাকার উদ্যান ফসলের বাজার সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ পূর্বক তা কৃষি বিপণন  অধিদপ্তরের ওয়েব সাইটের মাধ্যমে প্রকাশ করা;

(চ) কর্তোনোত্তর ক্ষতি কমানোর উদ্দেশ্য গণসচেতনতা সৃষ্টি করা;

১২

প্রকল্প এলাকা

:

১) ঢাকা ২)  সাভার (ঢাকা) ৩)ফরিদপুর ৪) নরসিংদী ৫)কুমিল্লা ৬) রাঙ্গামাটি ৭) বান্দরবন ৮) রংপুর ৯) পাবনা ১০) খুলনা ১১) ঝিনাইদহ ১২) সিলেট ১৩) বরিশাল সহ সর্ব মোট ১৩ জেলায় প্রকল্প কায়ক্রম বাস্তবায়ন করা হয়।  

 
সমন্বিত মান সম্পন্ন উদ্যান উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) (বিপণন অংগ)