সরকারী কর্মসম্পাদন ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
কৃষি বিপণন অধিদপ্তরের প্রধান কার্যালয় ও বিভাগীয় কার্যালয়ে কর্মরত কর্মকর্তাদের সমন্বয়ে অদ্য ২২/০৪/২০১৭ থেকে ২৩/০৪/২০১৭ ইং পর্যন্ত দুই (০২) দিন ব্যাপী সরকারী কর্মসম্পাদন ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় সভাকক্ষ, কৃষি বিপণন অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন জনাব মোঃ মাহবুব আহমেদ, মহাপরিচালক, কৃষি বিপণন অধিদপ্তর এবং সভাপতিত্ব করেন বেগম শাহনাজ বেগম নীনা, উপপরিচালক, আরইটিসি শাখা। কৃষি বিপণন অধিদপ্তরের নাগরিক সেবার আওতায় কার্যক্রমসমূহ জনগণের দোরগোড়ায় এবং অভীষ্ট লক্ষ্য অর্জনকে সামনে রেখে কার্যক্রমকে আরো শক্তিশালী ও গতিশীল করার জন্য জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন ও বাস্তবায়ন, এনআইএস (NIS), টেকসই উন্নয়ন লক্ষসমূহ (SDG) এবঅ নাগরিক সেবায় উদ্ভাবনী ধারনার সমন্বয়ে সরকারী কর্মসম্পাদন ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের উপর সার্বিক গুরুত্ব আরোপ করেন জনাব মোঃ মাহবুব আহমেদ, মহাপরিচালক, কৃষি বিপণন অধিদপ্তর। দুই দিন ব্যাপী প্রশিক্ষণের রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মাহবুব আহমেদ, মহাপরিচালক, কৃষি বিপণন অধিদপ্তর, জনাব ড. মোঃ আব্দুর রউফ, যুগ্মসচিব, কৃষি মন্ত্রণালয়, জনাব সুব্রত ভৌমিক, উপসচিব, কৃষি মন্ত্রণালয় এবং জনাব কাজী আব্দুর রায়হান, অতিরিক্ত উপপরিচালক, কৃষি মন্ত্রণালয়।
Photo : 1