কৃষি বিপণন অধিদপ্তর মহান বিজয় দিবস ২০১৭ ও শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত
স্বাধীনতা যে কোন জাতির পরম আরাধ্য আর সবচেয়ে আকাঙ্খার বিষয়। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদের রক্ত আর লাখো মা-বোনের সম্ভ্রমের ফসল বাঙ্গালি জাতির স্বাধীনতা। মুক্তিযুদ্ধে শহীদ সকল বীরসেনাদের জাতি স্মরণ করে গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় বিজয়ানন্দে উল্লাস প্রকাশ করে পুরো বাঙালী জাতি। কৃষি বিপণন অধিদপ্তর বিজয়োল্লাসের অংশ হিসেবে সদর দপ্তরের সম্মেলন কক্ষে ১৪/১২/২০১৭ তারিখ এক বর্নাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে শহীদ বুদ্ধিজীবি দিবস ও মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন বিষয়ের উপর আলোচনা, প্রামান্যচিত্র প্রদর্শনী, সঙ্গীতালেখ্য প্রচার এবং বিজয় দিবসের উপর নির্মিত ফিচার ফিল্ম ‘শ্যামল ছায়া’ প্রদর্শিত হয়। সংস্থার সদর দপ্তরে আয়োজিত বর্নাঢ্য অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক জনাব মোঃ মাহবুব আহমেদ। স্বাধীকার থেকে স্বাধীনতায় এই শীর্ষক আলোচনায় সকলে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে কৃষি বিপণন অধিদপ্তররের মহাপরিচালক শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, সেই সাথে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে নিহত সকল বীর সৈনিক ও শহীদ বুদ্ধিজীবীগণের মাগফেরাত কামনা করেন এবং বলেন-“স্বাধীনতা আমাদের এক অমূল্য সম্পদ। জাতির যে সূর্যোসন্তানের আত্মত্যাগ আর রক্তের বিনিময়ে আজকের এই বিজয়োল্লাস ও স্বাধীন-স্বার্বভৌম বাংলাদেশ তাঁদের আমরা যেন, ভুলে না যাই। আমাদের চিন্তা, চেতনা, কর্ম আর বিশ্বাসে যদি থাকে দেশ প্রেম আর মুক্তিযুদ্ধের চেতনা, তবেই আমরা পাবো সত্যিকারের সুখি-সমৃদ্ধ সোনার বাংলা”। অনুষ্ঠানটিকে সুন্দর ও প্রানবন্ত করে তোলার জন্য অধিদপ্তরের মহাপরিচালক সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।