Wellcome to National Portal
কৃষি বিপণন অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ নভেম্বর ২০১৭

অফিস ব্যবস্থাপনা বিষয়ক ইন-হাউজ প্রশিক্ষণ


প্রকাশন তারিখ : 2017-11-29

অফিস ব্যবস্থাপনা বিষয়ক ইন-হাউজ প্রশিক্ষণ

       অদ্য ২৯/১১/২০১৭ ইং তারিখে কৃষি বিপণন অধিদপ্তরের সভাকক্ষে সকাল ৯:০০ ঘটিকায় অধিদপ্তরের প্রধান কার্যালয়ে কর্মরত তৃতীয় শ্রেণীর কর্মচারীদের নিয়ে “অফিস ব্যবস্থাপনা” বিষয়ক ইন-হাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা করেন জনাব মোঃ মাহবুব আহমেদ, মহাপরিচালক, কৃষি বিপণন অধিদপ্তর। প্রশিক্ষণের বিষয়বস্তু ছিলো “Implementation strategy of APA and its Future challenges, DAM Perspectives, Citizen Charter/Client Charter এবং বেতন নির্ধারণ, ভ্রমনভাতা বিল, পেনশন প্রস্তুতি ও নির্ধারণ”। প্রশিক্ষণে অত্র অধিদপ্তরের জনাব মোঃ মাহবুব আহমেদ, মহাপরিচালক, কৃষি বিপণন অধিদপ্তর “Implementation strategy of APA and its Future challenges, DAM Perspectives” এর উপর একটি সেশন উপস্থাপন করেন। তাঁর উপস্থাপনায় কৃষি বিপণন অধিদপ্তরের বার্ষিক কর্মসম্পাদ চুক্তির আওতায় বিপণন ব্যবস্থার সম্ভাবনা, দিকনির্দেশক, অধিদপ্তরের অর্জন সমূহ এবং চ্যালেঞ্জ সমূহ উঠে আসে।