Wellcome to National Portal
কৃষি বিপণন অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ জুন ২০১৮

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি


প্রকাশন তারিখ : 2018-06-05

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি 

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিঘোষিত নীতি ও কর্মসূচী বাস্তবায়নের মাধ্যমে কাঙ্খিত লক্ষ্য অর্জন এবং সরকারি কর্মকান্ডে স্বচ্ছতা, দায়বদ্ধতা, জবাবদিহিতা ও সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণের নিমিত্ত চতুর্থ বারের মতো গত ৩১ মে, ২০১৮ কৃষি বিপণন অধিদপ্তরের সাথে অধীনস্থ বিভাগীয় অফিস, প্রকল্প ও কর্মসূচী পরিচালকদের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়। উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি কৃষি বিপণন অধিদপ্তরের সন্মেলন কক্ষে সকল বিভাগীয় উপপরিচালক, প্রকল্প ও কর্মসূচী পরিচালক এবং সদরদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতিতে সম্পন্ন হয়। বিভাগীয় অফিসের পক্ষে উপপরিচালকগণ, প্রকল্প ও কর্মসূচীর পক্ষে স্ব-স্ব পরিচালকগণ কৃষি বিপণন অধিদপ্তরের মাননীয় মহাপরিচালক মহোদয়ের সাথে নিজ নিজ  চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সকল কর্মকর্তা স্ব-স্ব ক্ষেত্রে সততা, একাগ্রতা ও নিষ্ঠার সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির লক্ষ্য ও উদ্দেশ্য অনুযায়ী কাজ করার এবং অধিদপ্তরের প্রতিশ্রুত কার্যাবলী সম্পাদনের মাধ্যমে কৃষি বিপণন ব্যবস্থার উন্নয়ন দ্বারা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ন অবদান রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে অধিদপ্তরের মহাপরিচালক আন্তরিকতা ও নিষ্ঠার দ্বারা চুক্তিতে উল্লেখিত সময়সূচী অনুযায়ী যথাসময়ে সকল কার্যক্রম সম্পাদনের জন্য নির্দেশনা প্রদান করেন। তিনি আরো বলেন, কর্মসম্পাদন চুক্তি অনুযায়ী কার্য সম্পাদনে কোনরূপ ব্যর্থতায় সংশ্লিষ্ট বিভাগ/প্রকল্প/কর্মসূচী-কে অধিদপ্তরের নিকট জবাবদিহি করতে হবে। পরিশেষে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে তিনি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।