Wellcome to National Portal
কৃষি বিপণন অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st জুন ২০১৭

জাতীয় ফল মেলা ২০১৭: কৃষি বিপণন অধিদপ্তরের পুরস্কার লাভ


প্রকাশন তারিখ : 2017-06-20

প্রতিবারের মত কৃষি মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় আ. কা. মু গিয়াস উদ্দীন মিল্‌কী অডিটরিয়াম চত্বরে ১৬-১৮ জুন ২০১৭ তিন দিনব্যাপী একটি “ফলদ বৃক্ষ রোপণ পক্ষ ২০১৭ ও জাতীয় ফল প্রদর্শনীর”  আয়োজন করা হয়। উক্ত মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আবুল মাল আবদুল মুহিত এমপি,  বিশেষ অতিথি হিসেবে মাননীয় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এমপি  উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ, সচিব, কৃষি মন্ত্রণালয়। এবারের জাতীয় ফল প্রদর্শনীর মূল প্রতিপাদ্য ছিল “ স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই, দেশি ফলের গাছ লাগাই জাতীয় ফল প্রদর্শনীতে কৃষি বিপণন অধিদপ্তরের পক্ষ থেকে দেশি ফলের বিপণন ভিত্তিক স্টল খোলা হয় এবং স্টলে আধুনিক পদ্ধতিতে দেশি ফলের উদ্ভাবনীমুলক  ব্যবহার, ফ্রেস কাট ফল বিপণন, প্যাকেজিং, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও জাতীয় অর্থনীতিতে ফ্রেশকাট ফলমূল বিপণনের ভুমিকা ও তার নির্দেশিকাসহ  বিভিন্ন আঙ্গিক প্রদর্শিত হয়। মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথিসহ বিভিন্ন স্তরের দর্শনার্থী কৃষি বিপণন অধিদপ্তরের স্টল পরিদর্শন করেন। স্টলে প্রদর্শিত দেশি ফলের ভিন্নধর্মী উপস্থাপনা, ফ্রেসকাট ফল বিপণন, প্যাকেজিং, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের আধুনিক পদ্ধতি মেলায় আগত সকল দর্শনার্থীদের মনোযোগ আকর্ষণ করে এবং বহুল প্রশংসিত হয়। বিশেষকরে ফ্রেশকাট ফলমূল প্রক্রিয়াজাতকরন ও বিপণন সম্পর্কে দর্শনার্থীদের মাঝে  ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়  । এ বছরের মেলা ঢাকা বাসীর কাছে বিপুল আগ্রহের সৃষ্টি করেছে  এবং সকল পর্যায়ে সমাদৃত হয়েছে। গত ১৮ জুন একটি সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় ফল প্রদর্শনীর সফল সমাপ্তি ঘটে।  প্রদর্শনীতে কৃষি বিপণনের স্টল সরকারী প্রতিষ্ঠানসমূহের মধ্যে ৩য় স্থান নির্ধারনী পুরস্কার লাভ করে। 

 

Photo:  1   2   3    4