Wellcome to National Portal
  • Tomato bannar
  • KOROLA
  • Potato-field960
  • Fruit-1
কৃষি বিপণন অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st জুলাই ২০১৮

মোঃ আব্দুর রশিদ, উপপরিচালক, বাজার তথ্য ও পরিসংখ্যান, সরকারী চাকুরী হতে অবসর গ্রহণ


প্রকাশন তারিখ : 2018-07-01

জনাব মোঃ আব্দুর রশিদ, উপপরিচালক, বাজার তথ্য ও পরিসংখ্যান, (বিসিএস (কৃষিঃ বিপণন), ৭ম ব্যাচ) কৃষি বিপণন অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা গত ২৮/০৬/২০১৮ তারিখে সরকারী চাকুরী হতে অবসর গ্রহণ করেন। কর্মজীবনে তিনি বিভাগীয় কার্যালয় এবং সদর দপ্তরের সকল শাখায় সময়ে সময়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি বাজার তথ্য সংগ্রহ, প্রচার ও এর আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া অধিদপ্তরের সাম্প্রতিক পুণর্গঠন ও কৃষি বিপণন আইন-২০১৮ প্রণয়নে সবচেয়ে নিরলস ভূমিকা পালন করেন। তাঁর অবসর গ্রহণ উপলক্ষ্যে কৃষি বিপণন অধিদপ্তরের সম্মেলন কক্ষে একটি বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ মাহবুব আহমেদ, মহাপরিচালক, কৃষি বিপণন অধিদপ্তর। সভাপতি মহোদয় বলেন, তিনি ছিলেন একজন কর্মঠ, নিষ্ঠাবান, সৎ ও জ্ঞানী ব্যক্তি। তাঁর কর্মপরিকল্পনায় বর্তমানে অনেক গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করা সম্ভব হয়েছে। সর্বোপরি অধিদপ্তরের সকলেই তাঁর অবসর পরবর্তী জীবনের সুস্থতা, র্দীঘায়ু ও সুখ-সমৃদ্ধি কামনা করেন।

36412420_1495248400618524_1278322699835277312_n 36371705_1495247543951943_2929887399246823424_n
36413476_1495247680618596_7877248570967982080_n 36533493_1495248450618519_3449954646838214656_n
36520156_1495248407285190_7288663452405465088_n 36425174_1495248177285213_2003227091075596288_n