সন্ত্রাস ও জঙ্গিবাদ হামলার প্রতিবাদে মতবিনিময় সভা
ধর্মীয় জঙ্গিবাদ, সন্ত্রাসি/দুর্বৃত্ত কর্তৃক সম্প্রতি ঘটে যাওয়া মানবতা বিবর্জিত ঘৃন্য হত্যাকান্ড সম্পর্কে সচেতনতা বৃদ্ধিসহ এতদ্সংক্রামত্ম বিষয়ে সরকারী নির্দেশনা ও প্রচলিত বিধিবিধান এবং পারিবারিক ও সামাজিকভাবে করণীয় সম্পর্কে কৃষি বিপণন অধিদপ্তরের সদর দপ্তরের সম্মেলন কক্ষে মহাপরিচালক জনাব মোঃ মাহবুব আহমেদ এর সভাপতিত্বে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় কৃষি বিপণন অধিদপ্তরের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। সভায় মানবতা ও ধর্মীয় মূল্যবোধ সমুন্নত রাখার স্বার্থে সকলে মিলে যে যার অবস্থান থেকে পারিবারিক, সামাজিক ও এলাকা ভিত্তিতে এ ধরণের জঘন্য ঘৃন্য ও মানবতা বিবর্জিত কাজে নিজ পরিবার, আত্নীয়স্বজন ও প্রতিবেশিদের মধ্যে কেউ যেন জড়িয়ে পড়তে না পারে লক্ষ্যে গণসচেতনতামূলক কার্যক্রম গ্রহণের বিষয়ে সকলে একমত পোষণ করেন। তাছাড়া নিজ পরিবার, নিজ কর্মস্থল এবং সর্বোপরি সামাজিক সেতু বন্ধনের মাধ্যমে এহেন ঘৃন্য অপরাধমূলক কর্মকান্ড যাতে আর কখনও না ঘটে সে লক্ষ্যে সকলকে আরো সতর্ক ও সচেতন থাকার পরামর্শ প্রদান করা হয় এবং সরকারী নির্দেশনা অনুযায়ী ‘‘জঙ্গিবাদ’’ মোকাবেলায় যে কোন কার্যক্রম গ্রহণে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।