Wellcome to National Portal
কৃষি বিপণন অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ August ২০১৮

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফিল


প্রকাশন তারিখ : 2018-08-14

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফিল

স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে কৃষি বিপণন অধিদপ্তরের সম্মেলন কক্ষে প্রধান কার্যালয়ে কর্মরত কর্মচারীদের সমন্বয়ে একটি আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মাহবুব আহমেদ, মহাপরিচালক, কৃষি বিপণন অধিদপ্তর। অনুষ্ঠানের শুরুতেই মহাপরিচালক মহোদয়ের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান কার্যালয়ে কর্মরত কর্মচারীগণ। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগষ্ট নিহত তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে দাড়িয়ে এক (০১) মিনিট নিরবতা পালন করা হয়। জাতির পিতাকে শ্রদ্ধাভরে স্মরণ ও তাঁর আত্মার শান্তি ও মাগফেরাত কামনায় মহান আল্লাহর নিকট মোনাজাত করা হয়। প্রধান অতিথি জনাব মোঃ মাহবুব আহমেদ, মহাপরিচালক, কৃষি বিপণন অধিদপ্তর তাঁর বক্তৃতায় চিরঞ্জীব নেতার আত্মৎসর্গের প্রতি গভীর মমত্ববোধ প্রকাশ, জাতীয় শোককে শক্তিতে পরিণত করে জাতির পিতার স্বপ্নের সম্ভাবনাময় বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে আরো সুপ্রতিষ্ঠিত ও সুদৃঢ় করার জন্য সকলের প্রতি আহবান জানান। জাতীয় শোক দিবস উপলক্ষ্যে  প্রধান কার্যালযে সকল কর্মকর্তা/কর্মচারীদের সন্তান/পোষ্যদের অংশগ্রহণে ’’বঙ্গবন্ধু ও বাংলাদেশ’’ বিষয়ে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিজয়ীদের মধ্যে পুরষ্কার হিসেবে বঙ্গবন্ধুর স্মারক সম্বলিত ক্রেস্ট প্রদান করেন জনাব মোঃ মাহবুব আহমেদ, মহাপরিচালক, কৃষি বিপণন অধিদপ্তর। আলোচনা সভায় আরো অংশগ্রহণ করেন প্রধান কার্যালয়ে কর্মরত অন্যান্য কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।