ফসল সংগ্রহোত্তর অপচয় হ্রাস এবং পুষ্টিমান নিশ্চিতকরণ বিষয়ক একটি কর্মশালা
সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ (বিপণন অংগ) শীর্ষক প্রকল্পের আওতায় গত ১৯/০৫/২০১৭ তারিখ, শুক্রবার দিনব্যাপী মৌলভীবাজার জেলার আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, আকবরপুর, গিয়াসনগর, মৌলভীবাজার এর সভাকক্ষে ফসল সংগ্রহোত্তর অপচয় হ্রাস এবং পুষ্টিমান নিশ্চিতকরণ বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক জনাব মোঃ মাহবুব আহমেদ, সভাপতিত্ব করেন প্রকল্প-পরিচালক, বেগম শাহনাজ বেগম নীনা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ড. মোঃ জসীম উদ্দীন ও কৃষি বিপণন অধিদপ্তরের সিলেট বিভাগের উপপরিচালক, জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. মোঃ আবুল কাশেম, চেয়ারম্যান, মৃত্তিকা বিজ্ঞান বিভাগ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট।