Wellcome to National Portal
  • Tomato bannar
  • KOROLA
  • Potato-field960
  • Fruit-1
কৃষি বিপণন অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ জানুয়ারি ২০২৪

কৃষি বিপণন অধিদপ্তরের পক্ষ থেকে মাননীয় কৃষি মন্ত্রী মহোদয়কে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন।


প্রকাশন তারিখ : 2024-01-14

কৃষি বিপণন অধিদপ্তরের পক্ষ থেকে মাননীয় কৃষি মন্ত্রী মহোদয়কে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন

কৃষি বিপণন অধিদপ্তরের পক্ষ থেকে মাননীয় কৃষি মন্ত্রী মহোদয়কে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান মহাপরিচালক মো: মাসুদ করিম স্যার এবং পরিচালক(সকল) ওমর মো: ইমরুল মহসিন স্যারসহ উপ-পরিচালক মোহাম্মদ এমদাদুল হক স্যার, উপ-পরিচালক মোঃ মফিদুল ইসলাম স্যার, উপ-পরিচালক ফাতেমা ওয়াদুদ স্যার, প্রোগ্রামার মো: আল আমিন সরকার। পরিচয় পর্বে মহাপরিচালক মহোদয় কৃষি বিপণন অধিদপ্তর যে অবহেলিত কিন্তু কৃষি মন্ত্রণালয়ের অতন্ত্য গুরুত্বপূর্ণ অংগ সে বিষয়টি মন্ত্রী মহোদয়ের নিকট উপস্থাপন করেন। একই সাথে সচিব মহোদয় কৃষি বিপণনের  ব্যপক কার্যক্রম সমন্ধে অবগত করেন এবং এই অধিদপ্তরের দিকে বিশেষভাবে নজর দেয়া উচিত বলে সভায় উপস্থিত সকলের সামনে উপস্থাপন করেন। পরিশেষে মহাপরিচালক মহোদয় ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

2024-01-17-09-43-a9a17cb92c0e65d66122a618ad7a00a3 2024-01-17-09-44-10de987a456f5964ffecbcfd5e88bd2e
2024-01-17-09-45-3602bce220d4b81132837c528c347cca 2024-01-17-09-46-92a60d509f8053a548c618b8208f1aba