দ্বিপাক্ষিক মত বিনিময় সভা
১৮.০১.২০১৭ তারিখ অপরাহ্নে কৃষি বিপণন অধিদপ্তরের সম্মেলন কক্ষে মার্কেট এন্ড ভ্যালু চেইন ইনফ্রাষ্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রোগ্রাম Reconnaissance Mission কর্তৃক প্রস্তুতকৃত এইড মেমোয়ারের উপর কৃষি বিপণন অধিদপ্তর ও এশিয় উন্নয়ন ব্যাংক (এডিবি) প্রতিনিধি দলের সংগে একটি দ্বিপাক্ষিক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় Reconnaissance Mission কর্তৃক প্রস্তুতকৃত এইড মেমোয়ায়ের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনায় এডিবির সংগে মার্কেট এন্ড ভ্যালু চেইন ইনফ্রাষ্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রকল্পে মার্কেটিং অধিদপ্তরের ভূমিকা এবং কর্মপরিকল্পনা নিয়ে সভায় অংশগ্রহণকারী বিশেষজ্ঞ পর্যায়ের প্রতিনিধিবৃন্দ আলোচ্য প্রকল্পে কৃষি বিপণন অধিদপ্তরের জনবল কাঠামো এবং বিদ্যমান অবকাঠামোগত সুযোগ সুবিধাসমূহকে কিভাবে অধিক কর্মক্ষম ও পরিমিতভাবে ব্যবহারের মাধ্যমে প্রকল্পকে শক্তিশালী করা যায় সে বিষয়ে মতবিনিময় করা হয়। সভায় কৃষি বিপণন অধিদপ্তর ও এশিয় উন্নয়ন ব্যাংকের Reconnaissance Mission এর উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এইড মেমোয়ায়ের চূড়ান্ত করণের বিষয়ে কৃষি বিপণন অধিদপ্তরের পক্ষ থেকে Reconnaissance Mission কে সার্বিক ভাবে সহায়তা প্রদানের লক্ষ্যে মহাপরিচালক সকলকে অনুরোধ করেন।