Wellcome to National Portal
কৃষি বিপণন অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ August ২০১৭

জাতীয় শোকদিবস উপলক্ষে বিশেষ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2017-08-17

জাতীয় শোকদিবস উপলক্ষে বিশেষ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

৫ই আগষ্ট জাতীয় শোক দিবস। বাঙ্গালী জাতির মুক্তির দূত, স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী। যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি পালনের জন্য ১৬ই আগস্ট, ২০১৭  কৃষি বিপণন অধিদপ্তরের পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচী গ্রহণ করা হয়। সকালে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয় এবং দুপুর ২:৩০মিঃ থেকে কৃষি বিপণন অধিদপ্তরের সভাকক্ষে বিশেষ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয় এবং দিবসটির তাৎপর্য, বঙ্গবন্ধুর জীবনী, কর্মকান্ড, দর্শন, নের্তৃত্ব ও  দূরদর্শিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে পর্যায়ক্রমে ৭ই মার্চের ভাষণ, বঙ্গবন্ধুর জীবনীর উপর নির্মিত আলোকচিত্র ও ভিডিও প্রদর্শন করা হয়। সবশেষে জাতির পিতা এবং ১৫ই আগষ্টে শহীদ সকল সদস্যের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশগ্রহণ করেন উপরিচালক (বাজার সংযোগ) জনাব মোঃ আব্দুর রশিদ, উপপরিচালক (আরইটিসি), জনাব শাহনাজ বেগম নীনা (উপসচিব), উপপরিচালক (গবেষণা) জনাব দেওয়ান আশরাফুল হোসেন ও অধিদপ্তরের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানটিতে অধিদপ্তরের সদর দপ্তর, ঢাকা বিভাগীয় ও জেলা অফিসের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক জনাব মোঃ মাহবুব আহমেদ এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী পরিচালক (প্রশাসন) জনাব এস, এম, সাঈদ হাসান।  

ছবিঃ