কৃষি বিপণন অধিদপ্তরের বাজার মনিটরিং ও গুদাম তদারকিঃ
গত ২৭/৫/২০১৭ তারিখে মোড়েলগঞ্জ উপজেলার পোলেরহাট ও মোড়েলগঞ্জ বাজার মনিটরিং ও বাজার কারবারিদের গুদাম তদারকি করা হয়েছে।বাজার তদারকি কালে দেখা যায় বোরো মোটা চাল ৩৭-৩৮/- টাকা এবং সরু ২৮ বালাম চাল ৪৭-৪৮ টাকা কেজি দরে বিক্রয় হচ্ছে। চিনি ৭০/-,ছোলা আস্ত ৮০-৮২/-,মসুরডাল দেশী ১০৫-১১০/- টাকা,সয়াবিন তেল লুজ লিটার ৮১-৮৩/- টাকা।অন্যান্য পণ্যদ্রব্য জেলা সদরের বাজারের সাথে সংগতিপূর্ণ ও স্থিতিশীল আছে।অতিরিক্ত মুনাফা অর্জন ও পণ্যে ভেজাল মেশানো থেকে বিরত থাকার জন্য ব্যবসায়ীদের অনুরোধ করা হয়েছে এবং কৃষি বিপণন অধিদপ্তরের প্রচারপত্র ব্যাপক প্রচারের জন্য সমিতিকে মাইকিং করার নির্দেশনা প্রদান করা হয়েছে।বর্তমানে প্রতিকেজি মোটা বোরো ধান ২০-২০.৫০ টাকা এবং ২৮ সরু ধান ২৩-২৩.৭৫ টাকা।অন্যদিকে কথিত মিনিকেট ২ নং সরু চাল কেজি ৪৮-৫০/-টাকা ও মিনি. ১ নং ৫২-৫৪/- টাকা।কিন্তু সরকার মিলারদের কাছ থেকে ৩৪/- টাকা কেজি দরে মোটা চাল ক্রয় নির্ধারণ করেছে।চাষীদের ন্যায্য মূল্য দিতে সরকারের ব্যাপক ভর্তুকি প্রদান ও এমন সিদ্ধান্ত গ্রহণ।এখন ক্ষুদ্র ও মাঝারী মানের চাষীর ঘরে ধান নেই।ইত্যবসরে ভোক্তা স্বার্থে চালের শুল্কহার প্রত্যাহার অথবা বিদেশী চালের অনুপ্রবেশ ঘটানো একান্ত প্রয়োজন।তবে পবিত্র মাহে রমজানে অবশ্যই ভোক্তাস্বার্থ সংরক্ষণে কাজ করা হবে। Picture