Wellcome to National Portal
কৃষি বিপণন অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ জুন ২০১৮

জাতীয় ফল প্রদর্শনী-২০১৮


প্রকাশন তারিখ : 2018-06-26

জাতীয় ফল প্রদর্শনী-২০১৮

গত ২২-২৪ জুন/২০১৮, তিন (০৩) দিন ব্যাপী জাতীয় ফল প্রদর্শনী, ২০১৮, আ,কা,মু, গিয়াস উদ্দিন মল্‌কী অডিটারিয়াম চত্ত্বর, খামারবাড়ি, ঢাকাতে অনুষ্ঠিত হয়। এবারের ফল প্রদর্শনীতে কৃষি বিপণন অধিদপ্তরের স্টলে কাঁঠালের মূল্য সংযোজন, ফ্রেশকাট এবং কাঁঠালের বহুমুখী মুখরোচক খাবারের জন্য আলাদা কাঠাল কর্ণার তাছাড়াও প্রায় ৫০ রকমের প্রচলিত ও ২২টি অপ্রচলিত ফল প্রদর্শিত হয়। স্টলে এবারে ভিন্নমাত্রায় বিভিন্ন ফলের মূল্য সংযোজন, ফ্রেশকাট, প্যাকেজিং ও গৃহ পর্যায়ে শাক-সবজি ও ফলমূল সংরক্ষণাগার প্রযুক্তি (জিরো এনার্জি কুল চেম্বার) প্রদর্শিত হয়। জাতীয় ফল প্রদর্শনী, ২০১৮ এর সমাপনী দিনে ভিন্নমাত্রা, নতুন আইডিয়া ও সফলভাবে মেলা আয়োজন করায় কৃষি মন্ত্রণালয়ের সকল দপ্তর/সংস্থার মধ্য হতে কৃষি বিপণন অধিদপ্তর তৃতীয় স্থান অর্জন করে। সফলভাবে মেলা আয়োজন করায় জনাব মোঃ মাহবুব আহমেদ, মহাপরিচালক, কৃষি বিপণন অধিদপ্তর আয়োজিত মেলা কমিটি, ২০১৮কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

(ছবিতেঃ স্বীঅধিদস্বরূপ পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করছেন জনাব মোহাম্মদ মঈনউদ্দীন আব্দুল্লাহ, সিনিয়র সচিব, কৃষি মন্ত্রণালয়)