Wellcome to National Portal
কৃষি বিপণন অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ ফেব্রুয়ারি ২০২১

”Improving Agricultural Marketing System: Ensuring Fair Price for Farmer” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2021-02-16

১৫-০২-২০২১ তারিখ সোমবার কৃষি বিপণন অধিদপ্তরের সম্মেলন কক্ষে ”Improving Agricultural Marketing System: Ensuring Fair Price for Farmer” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সম্মানিত সিনিয়র সচিব জনাব মোঃ মেসবাহুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালেয়ের সম্মানিত অতিরিক্ত সচিব জনাব মোঃ হাসানুজ্জামান কল্লোল ও কৃষি মন্ত্রণালয়ের সম্মানিত উপসচিব মাকছুমা আকতার বানু। উক্ত কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক জনাব মোহাম্মদ ইউসুফ। এছাড়া আলোচনায় আরও অংশগ্রহণ করেন জনাব মোঃ বজলুর রহমান, সাপ্লাই চেইন ইনটিগ্রেশন এবং মার্কেটিং বিশেষজ্ঞ, ভ্যালু চেইন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এনএটিপি-২ প্রকল্প ও কৃষি বিপণন অধিদপ্তরের উপ-পরিচালক জনাব রেজা আহমেদ খান। এ সময় কৃষি বিপণন অধিদপ্তরের সদর দপ্তর ও মাঠ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।