Wellcome to National Portal
কৃষি বিপণন অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ মে ২০১৮

মতবিনিময় সভা


প্রকাশন তারিখ : 2018-05-09

পবিত্র রমজান উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ/মূল্য সহনীয় ও স্থিতিশীল রাখার বিষয়ে মতবিনিময় সভা।

          কৃষিপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে এবং আসন্ন রমজান উপলক্ষ্যে অত্যাবশ্যকীয় কৃষিপণ্যের সরবরাহ/মূল্য সহনীয় ও যৌক্তিক পর্যায়ে রাখার লক্ষ্যে অদ্য ০৯/০৫/২০১৮ তারিখ বুধবার সকাল ১১:০০ ঘটিকায় অধিদপ্তরের সম্মেলন কক্ষে ঢাকা মহানগরীর পাইকারী/খুচরা বাজার সমিতির সভাপতি/সম্পাদক, সুপার শপ ব্যবসায়ী, সিটি কর্পোরেশনের প্রতিনিধি, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ মাহবুব আহমেদ, মহাপরিচালক, কৃষি বিপণন অধিদপ্তর।

সভার আলোচ্য সূচীঃ

০১।     গুরুত্বপূর্ণ নিজ প্রয়োজনীয় পণ্যের বাজার দর পর্যালোচনা;

০২।     বাজার ব্যবস্থাপনা কমিটির কার্যক্রম;

০৩।     সাপ্লাই চেইন;

০৪।     সুপারসপের বিপণন কার্যক্রম;

০৫।     ফ্রেশকাট শাক-সবজি ও ফলমূল;

০৬।     যৌক্তিক মূল্য বাস্তবায়ন পর্যালোচনা;

০৭।     পবিত্র রমজান উপলক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্থিতিশীল রাখা;

০৮।     পরিত্র রমজান উপলক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ/মূল্য স্থিতিশীল রাখার স্বার্থে অন্তরায় সমূহ চিহ্নিতকরণ ও সমাধান;

০৯।     বিএসটিআই কর্তৃক অনুমোদিত ওজন ও পরিমাপ পদ্ধতির ব্যবহার;

১০।     পরিচ্ছন্নতা;

১১।     বিবিধ।

          মতবিনিময় সভায় মহাপরিচালক মহোদয় কৃষিপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা এবং আসন্ন রমজান উপলক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার দর যাতে স্থিতিশীল থাকে এবং ভোক্তা সহায়ক হয় সে লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন। সভায় অংশগ্রহণের জন্য জনাব মোঃ মাহবুব আহমেদ, মহাপরিচালক, কৃষি বিপণন অধিদপ্তর, সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান।