Wellcome to National Portal
কৃষি বিপণন অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st মার্চ ২০১৭

ই-ফাইলিং (নথি) ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষিণ বিভাগীয় পর্যায়ে (১ম ব্যাচ)


প্রকাশন তারিখ : 2017-03-21

ই-ফাইলিং (নথি) ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষিণ বিভাগীয় পর্যায়ে (১ম ব্যাচ)

         

সরকারী কাজে স্বচ্ছতা ও গতিশীলতা আনয়নের লক্ষ্যে এবং মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার আওতায় গত ১৯/০৩/২০১৭ তারিখে কৃষি বিপণন অধিদপ্তরের সভাকক্ষে ০১ (এক) দিনব্যাপী বিভাগীয় কর্মকর্তা/কর্মচারীদের নিয়ে ই-ফাইলিং (নথি) ব্যবস্থাপনা বিষয়ক প্রথম প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সকাল ৯:০০ মিনিটে উক্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জনাব মো মাহবুব আহমেদ, মহাপরিচালক, কৃষি বিপণন অধিদপ্তর ই-ফাইলিং (নথি) সিস্টেমের গুরুত্ব ও পরিচিতি উপর একটি সেশন পরিচালনা করেন। অত্র অধিদপ্তর বর্তমানে সকল শাখা অনলাইভ এর আওতায় আছে। ই-ফাইলিং (নথি) ব্যবস্থাপনার রির্সোস পারসন হিসেবে দায়িত্ব পালন জনাব মোঃ মাসুদ রানা, সহকারী পরিচালক, কৃষি বিপণন অধিদপ্তর, ঢাকা এবং জনাব রেজা শাহবাজ হাদী, কৃষি বিপণন অধিদপ্তর, সিলেট বিভাগ। দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে মনিটরিং ও পর্যবেক্ষণ করার জন্য উপস্থিত ছিলেন জনাব মোঃ খোরশেদ আলম, সিনিযংর সহকারী সচিব, A2i প্রধানমন্ত্রীর কার্যালয়। বিভাগীয় কার্যালয়ের সাথে অধিদপ্তরের কার্যক্রমকে দ্রুত ই-ফাইলিং এর আওতায় আনয়নের জন্য বিভাগীয় কার্যালয়ে কর্মরত কর্মকর্তা/কর্মচারী আন্তরিক সহযোগীতা কামনা করে নির্দেশনা প্রদান করেন কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক, জনাব মোঃ আহবুব আহমেদ।