“জাতীয় সবজি মেলা ২০১৭”
দ্বিতীয় বারের মত কৃষি মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় আ. কা. মু গিয়াস উদ্দীন মিল্কী অডিটরিয়াম চত্বরে ৫-৭ জানুয়ারী ২০১৭ তিন দিনব্যাপী একটি সবজি মেলার আয়োজন করা হয়। উক্ত মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান এমপি, বিশেষ অতিথি হিসেবে মাননীয় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এমপি এবং সম্মানিত অতিথি ড. আবুল কালাম আযাদ, নির্বাহী চেয়ারম্যান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল হিসেবে উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ, সচিব, কৃষি মন্ত্রণালয়। এবারের সবজি মেলার প্রতিপাদ্য ছিল “সুস্থ সবল স্বাস্থ্য চান-বেশী করে সবজি খান”। সবজি মেলায় কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর/সংস্থা এবং বেসরকারী প্রতিষ্ঠান তাদের কার্যক্রম, সাফল্য নিয়ে দৃষ্টি নন্দিত স্টল স্থাপন করেন। কৃষি মেলায় কৃষি বিপণন অধিদপ্তরের পক্ষ থেকে একটি কৃষি পণ্যের বিপণন ভিত্তিক প্যাভিলিয়ন খোলা হয় এবং প্যাভিলিয়নে আধুনিক পদ্ধতিতে শাক-সবজি, ফ্রেস কাট বিপণন, প্যাকেজিং ও প্রক্রিয়াজাতকরণের বিভিন্ন আঙ্গিক প্রদর্শিত হয়। মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দসহ বিভিন্ন স্তরের দর্শনার্থী কৃষি বিপণন অধিদপ্তরের প্যাভিলিয়ন পরিদর্শন করেন। প্যাভিলিয়নে প্রদর্শিত শাক-সবজি, ফ্রেসকাট বিপণন, প্যাকেজিং ও প্রক্রিয়াজাতকরণের আধুনিক পদ্ধতি মেলায় আগত সকল দর্শনার্থীদের মনোযোগ আকর্ষণ করে এবং বহুল প্রশংসিত হয়। এ বছরের মেলায় ঢাকা বাসীর কাছে বিপুল আগ্রহ সৃষ্টি হয়েছে এবং সকল পর্যায়ে সমাদৃত হয়েছে। গতকাল ৭ জানুয়ারী একটি সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় সবজি মেলার সমাপ্তি ঘটে।
ছবিঃ ১।