ডিজিটাল সার্ভিস বাস্তবায়ন রোডম্যাপ ২০২১ প্রস্তুতি ও পরিকল্পনা বিষয়ক কর্মশালা
কৃষি মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর/সংস্থার ই-সার্ভিস রোডম্যাপ পরিকল্পনা সম্পন্ন করার লক্ষ্যে এটুআই, ই-সার্ভিস টিমের সহযোগীতায় গত ১০-১২ জুন/২০১৮ তারিখে ৩দিন ব্যাপী একটি কর্মশালা বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) অডিটোরিয়াম, খামারবাড়ি, ঢাকাতে সম্পন্ন হয়েছে। কৃষি বিপণন অধিদপ্তর থেকে তিন জন কর্মকর্তা ১। শাহনাজ বেগম নীনা (উপসচিব), উপপরিচালক, নীতি ও পরিকল্পনা, ২। মাসুদ রানা, সহকারী পরিচালক ও ৩। আব্দুল মান্নান, সহকারী পরিচালক, প্রধান কার্যালয়, খামারবাড়ি কর্মশালায় অংশগ্রহণ করেন। এটুআই ই-সার্ভিস টিম ও অধিদপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে প্রথম দুই দিন অধিদপ্তরের নাগরিক ও অভ্যন্তরীণ সেবার মধ্যে থেকে ০৭টি সেবা ই-সার্ভিসে রূপান্তর করার জন্য বিস্তারিত কর্মপরিকল্পনা তৈরী করা হয়। কর্মশালার সমাপনী দিনে অধিদপ্তরের মহাপরিচালক, জনাব মোঃ মাহবুব আহমেদ এর সদয় সম্মতিতে ই-সার্ভিস কর্মপরিকল্পনা চুড়ান্ত করা হয় এবং পরবর্তীতে কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক উপস্থিত কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর/সংস্থার প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিবৃন্দের সামনে ই-সার্ভিস কর্মপরিকল্পনা উপস্থাপন করেন এবং এ ধরণের যুগোপযোগী কর্মশালা আয়োজন করার জন্য সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এন. এম. জিয়াউল আলম, সচিব (সমন্বয় ও সংস্কার), মন্ত্রিপরিষদ বিভাগ এবং সৈয়দ আহম্মদ, অতিরিক্ত সচিব, সম্প্রসারণ অনুবিভাগ, কৃষি মন্ত্রণালয়।