Wellcome to National Portal
কৃষি বিপণন অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ জানুয়ারি ২০২৪

প্রকল্প/কর্মসূচী

স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসিপি) প্রকল্প (ডিএএম অঙ্গ)

১.

বাস্তবায়নকারী সংস্থা

কৃষি বিপণন অধিদপ্তর (ডিএএম)

২.

বাস্তবায়নকাল

০১/০৭/২০১৮ হতে ৩০/০৬/২০২৬ পর্যন্ত

৩.

প্রাক্কলিত ব্যয়

২১২ কোটি ৯১ লক্ষ

৪.

অর্থায়নের উৎস

জিওবি ও IFAD

৫.

প্রকল্পের উদ্দেশ্য

মুল উদ্দেশ্যঃ জলবায়ু পরিবর্তনের পরিবর্তিত পরিস্থিতিতে চাহিদাভিত্তিক ফসলের  উৎপাদনশীলতা  বৃদ্ধি, বৈচিত্র্য আনয়ন ও বাজারজাতকরণের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি এবং জীবনযাত্রার মান উন্নয়ন।

মুল কার্যক্রমঃ

কৃষক প্রশিক্ষণ (পোষ্ট হার্ভেষ্ট প্রাইমারী প্রসেসিং)- ৮,৬০০ ব্যাচ;

কৃষক প্রশিক্ষণ (বিজনেস ম্যানেজমেন্ট স্কিল)- ৯,০০০ ব্যাচ;

উদ্যোক্তা তৈরি-৩০০ জন;

৬.

প্রকল্প এলাকা

নির্বাচিত ১১টি জেলার (চট্টগ্রাম, ফেনী, লক্ষীপুর, নোয়াখালী, বাগেরহাট, সাতক্ষীরা, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী ও বরগুনা)

এবং মোট ৩০টি উপজেলা

৭.

প্রকল্প পরিচালকের নাম

ড. মোহাম্মদ রাজু আহমেদ

৮.

মোবাইল/ টেলিফোন নম্বর

মোবাইলঃ ০১৭১৮০০৯৯৯৯ টেলিফোনঃ ০২-৪৮১১০২৬৭

৯.

ই-মেইল

cdsacpdam@gmail.com

 

 

কৃষি বিপণন অধিদপ্তর জোরদারকরণ প্রকল্প

১.

বাস্তবায়নকারী সংস্থা

কৃষি বিপণন অধিদপ্তর (ডিএএম)

২.

বাস্তবায়নকাল

০১/০৭/২০১৯ হতে ৩০/০৬/২০২৫ পর্যন্ত

৩.

প্রাক্কলিত ব্যয়

183 কোটি ৯৯ লক্ষ

৪.

অর্থায়নের উৎস

জিওবি

৫.

প্রকল্পের উদ্দেশ্য

অবকাঠামো, লজিষ্টিক এবং মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে কৃষি বিপণন ব্যবস্থার কার্যকারিতা বৃদ্ধি করা প্রকল্পে সুনির্দিষ্ট  উদ্দেশ্যসমূহ: (ক)4625 জন কৃষক, ব্যবসায়ী, উদ্যোক্তা এবং কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করা হবে। (খ)১ টি মধ্যবর্তী মূল্যায়ন ও ২টি অগ্রগতি পরিবীক্ষণ সম্পন্ন করা হবে। (গ)জাতীয় সেমিনার, আঞ্চলিক কর্মশালা সহ মোট ১২ টি কর্মশালা  আয়োজন করা হবে। (ঘ)২১টি অফিস কাম প্রশিক্ষণ ও  প্রসেসিং সেন্টার ও ৫০০ টি জিরো এনার্জি কুল চেম্বার  নির্মাণ করা হবে। (ঙ)১২ টি মান নিয়ন্ত্রণ ল্যাবরেটরীর নিমিত্ত ই্কুইটমেন্ট সংগ্রহ করা হবে।

৬.

প্রকল্প এলাকা

ঢাকা, ফরিদপুর, গাজীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, টাঙ্গাইল, নরসিংদী, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, চট্টগ্রাম, কক্সবাজার, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, পাবনা, বগুড়া, সিরাজগঞ্জ, চাপাইনবাবগঞ্জ, খুলনা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, সাতক্ষিরা, ভোলা, পিরোজপুর, বরিশাল, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ (৩৫টি জেলার মোট ৬৬টি উপজেলা/ সিটি কর্পোরেশন)

৭.

প্রকল্প পরিচালকের নাম

মোঃ মফিদুল ইসলাম

৮.

মোবাইল/ টেলিফোন নম্বর

মোবাইলঃ ০১৭১২৮৯৮৩১৩, টেলিফোনঃ ০২-৫৫০২৮৬৯৭

৯.

ই-মেইল

 

 

 

কৃষক পর্যায়ে পিঁয়াজ ও রসুন সংরক্ষণ পদ্ধতি আধুনিকায়ন এবং বিপণন কার্যক্রম উন্নয়ন প্রকল্প

১.

বাস্তবায়নকারী সংস্থা

কৃষি বিপণন অধিদপ্তর (ডিএএম)

২.

বাস্তবায়নকাল

০১/০৭/২০২১ হতে ৩০/০৬/২০২৬ পর্যন্ত

৩.

প্রাক্কলিত ব্যয়

২৫ কোটি ২৬ লক্ষ

৪.

অর্থায়নের উৎস

জিওবি

৫.

প্রকল্পের উদ্দেশ্য

 (ক) প্রকল্পের আওতায় ৩৯৪০ জন কৃষক, কৃষি ব্যবসায়ী, উপকারভোগী ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীদের প্রশিক্ষণ প্রদান করতে হবে।

(খ) পেঁয়াজ-রসুন সংরক্ষণের জন্য ৩০০টি ঘর নির্মাণ করা হবে।

(গ) ৩টি এসেম্বল সেন্টার নির্মাণ করা হবে।

৬.

প্রকল্প এলাকা

dwi`cyi, ivRevox, gv¸iv, wSbvB`n, Kzwóqv, ivRkvnx, cvebv

৭.

প্রকল্প পরিচালকের নাম

মোঃ হেলাল উদ্দিন

৮.

মোবাইল/ টেলিফোন নম্বর

মোবাইলঃ ০১৭১২৬৬৩৭৪৭।

৯.

ই-মেইল

pdonion@gmail.com

 

আলুর বহুমূখী ব্যবহার, সংরক্ষণ ও বিপণন উন্নয়ন প্রকল্প

১.

বাস্তবায়নকারী সংস্থা

কৃষি বিপণন অধিদপ্তর (ডিএএম)

২.

বাস্তবায়নকাল

০১/০১/২০২২ হতে ৩০/০৬/২০২৬ পর্যন্ত

৩.

প্রাক্কলিত ব্যয়

৪৩ কোটি ৭৭ লক্ষ

৪.

অর্থায়নের উৎস

জিওবি

৫.

প্রকল্পের উদ্দেশ্য

(ক) 450 টি (25′×15′) আলু সংরক্ষণের মডেল ঘর নির্মাণ করা;

(খ) 30 জনের সমন্বয়ে 01 টি করে মোট 450 টি কৃষক বিপণন দল গঠন;

(গ) 18900 জন কৃষক, কৃষি ব্যবসায়ী, কৃষি উদ্যোক্তা ও কৃষি প্রক্রিয়াজাতকারীগণকে প্রশিক্ষণ প্রদান করা।

৬.

প্রকল্প এলাকা

ঢাকা, মুন্সিগঞ্জ, চট্টগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রাজশাহী, নওগাঁ, বগুড়া, জয়পুরহাট

৭.

প্রকল্প পরিচালকের নাম

মোঃ আনোয়ারুল হক

৮.

মোবাইল/ টেলিফোন নম্বর

মোবাইলঃ ০১৭৫৭৮৬৮২৮৭

৯.

ই-মেইল

samorangpur@gmail.com

 

প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফর্মেশন ফর নিউট্রিশন, এন্ট্রিপ্রিনিউরশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার-ডিএএম অংগ) প্রকল্প

১.

বাস্তবায়নকারী সংস্থা

কৃষি বিপণন অধিদপ্তর (ডিএএম)

২.

বাস্তবায়নকাল

১/০৭/২০২৩    হতে ৩০/০৬/২০২৮ পর্যন্ত

৩.

প্রাক্কলিত ব্যয়

৭৬০ কোটি

৪.

অর্থায়নের উৎস

বিশ্ব ব্যংক, IFAB, জিওবি

৫.

প্রকল্পের উদ্দেশ্য

১। কৃষি ব্যবসায়ে যুবক ও নারীদের উৎসাহিত করার জন্য সারাদেশে ২০,০০০ (নারী-১২,০০০ এবং যুবক-৮০০০ জন) জনকে অন-দ্যা-জব প্রশিক্ষণ প্রদান এবং কর্মসংস্থান সৃষ্টি এবং ইনকিউবেশন সাপোর্ট প্রদান।

২। ৫টি কৃষি পণ্যের (আম, আলু, কাঁঠাল, টমেটো ও সুগন্ধি চাল) স্টেকহোল্ডারদের সমন্বয়ে মাল্টিস্টেকহোল্ডার প্ল্যাটফর্ম গঠনের নীতিমালা তৈরি এবং পরিচালনা করা।

৬.

প্রকল্প এলাকা

৬৪টি জেলা।

৭.

প্রকল্প পরিচালকের নাম

ড. মুহাম্মদ আব্দুল্লাহ আল ফারুক

৮.

মোবাইল/ টেলিফোন নম্বর

মোবাইলঃ ০১৯১৭৯৯১৮৯৯, টেলিফোনঃ ০২-৫৫০২৮৬৯৭।

৯.

ই-মেইল

faruk.dof@gmail.com

 

শস্য গুদাম আধুনিকীকরণ ও ডিজিটালাইজেশন প্রকল্প

১.

বাস্তবায়নকারী সংস্থা

কৃষি বিপণন অধিদপ্তর (ডিএএম)

২.

বাস্তবায়নকাল

১/০৭/২০২৩ হতে ৩০/০৬/২০২৬ পর্যন্ত

৩.

প্রাক্কলিত ব্যয়

4900.00 লক্ষ

৪.

অর্থায়নের উৎস

জিওবি

৫.

প্রকল্পের উদ্দেশ্য

১) কৃষকের আয় বৃদ্ধি তথা ন্যায্যমূল্য প্রাপ্তিতে সহায়তার লক্ষ্যে শস্য গুদাম কার্যক্রমের মাধ্যমে ১৭৭১০ মে: টন খাদ্য শস্য যথাপোযুক্তভাবে গুদামে সংরক্ষণের ব্যবস্থা করা;

২) শস্য বপন মৌসুমে স্বল্পমূল্যে, সহজে উন্নত বীজ সরবরাহের লক্ষ্যে ৪১টি গুদামে বীজ সংরক্ষণ ও বীজ প্যাকেটজাতকরণের মাধ্যমে স্থানীয় বীজ ব্যবসায় সহায়তা প্রদান;

৩) সফটওয়ার তৈরির মাধ্যমে কার্যক্রমভুক্ত ৭৯টি গুদাম ডিজিটাল নেটওয়ার্কভুক্ত করা এবং

৪) প্রশিক্ষণের মাধ্যমে 5595 জন কৃষক ও অন্যান্য সংশ্লিষ্টদের গুদাম সংরক্ষণ ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ে সহায়তা প্রদান।

৬.

প্রকল্প এলাকা

পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, রংপুর, লালমনিরহাট,কুড়িগ্রাম

গাইবান্ধা, বগুড়া, জয়পুরহাট, পাবনা, নওগাঁ, রাজশাহী, মানিকগঞ্জ, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, শরিয়তপুর, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ি, কিশোরগঞ্জ, মাগুরা, নড়াইল, যশোর, ঝিনাইদহ জেলার ৫৬টি উপজেলার ৭৯টি গুদাম, ২টি প্রশিক্ষণ কেন্দ্র ও ১টি এলাকা কার্যালয়।

৭.

প্রকল্প পরিচালকের নাম

ড. ফাতেমা ওয়াদুদ

৮.

মোবাইল/ টেলিফোন নম্বর

মোবাইলঃ ০১৭১১৫২৭৮৬৫, টেলিফোনঃ ৫৫৯২৮৪৫৪

৯.

ই-মেইল

shilawadudgp@gmail.com

 

 

 

রংপুর, দিনাজপুর ও পঞ্চগড় জেলার উৎপাদিত টমেটোর সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বিপণন উন্নয়ন কর্মসূচি

১.

বাস্তবায়নকারী সংস্থা

কৃষি বিপণন অধিদপ্তর (ডিএএম)

২.

বাস্তবায়নকাল

১লা জুলাই, ২০২১ হতে ৩০শে জুন, ২০২৪ পর্যন্ত

৩.

প্রাক্কলিত ব্যয়

৫ কোটি ১ লক্ষ ১৪ হাজার

৪.

অর্থায়নের উৎস

বিশ্ব ব্যংক, IFAB, জিওবি

৫.

কর্মসূচির উদ্দেশ্য

টমেটো চাষীদের উপযুক্ত মূল্য প্রাপ্তিতে সহায়তা প্রদানের লক্ষ্যে সংরক্ষণ ব্যবস্থা উন্নয়ন, টমেটোর বহুমূখী ব্যবহার বৃদ্ধি, অপচয় রোধ এবং বাজার সংযোগ স্থাপনের মাধ্যমে দরিদ্রতা হ্রাস ও কর্মসংস্থান সৃষ্টি করা। এছাড়া উদ্যোক্তা উন্নয়ন, কৃষকের আয় বৃদ্ধি এবং সুষ্ঠু বিপণন ব্যবস্থা নিশ্চিত করাই কর্মসূচির মূল উদ্দেশ্য।

৬.

কর্মসূচির এলাকা

রংপুর, দিনাজপুর, পঞ্চগড়

৭.

কর্মসূচি পরিচালকের নাম

নিখিল চন্দ্র দে

৮.

মোবাইল/ টেলিফোন নম্বর

মোবাইলঃ ০১৭১৪-৩৫৬০২৩

৯.

ই-মেইল

dey.nikhil@ymail.com

 

পেঁয়ারা প্রক্রিয়াজাকরণ, ব্রান্ডিং ও বিপণন কার্যক্রম সম্পসারণ কর্মসূচি

১.

বাস্তবায়নকারী সংস্থা

কৃষি বিপণন অধিদপ্তর (ডিএএম)

২.

বাস্তবায়নকাল

১লা জুলাই, ২০২১ হতে ৩০শে জুন, ২০২৪ পর্যন্ত

৩.

প্রাক্কলিত ব্যয়

১ কোটি ৭৫ লক্ষ

৪.

অর্থায়নের উৎস

বিশ্ব ব্যংক, IFAB, জিওবি

৫.

কর্মসূচির উদ্দেশ্য

পেয়ারা চাষীদের উপযুক্ত মূল্য প্রাপ্তিতে সহায়তা প্রদানের লক্ষ্যে প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থা উন্নয়ন, কর্মসূচি অঞ্চলে প্রায় ৩,০০০ জন পেয়ারা চাষী/উদ্যোক্তাকে পেয়ারা প্রক্রিয়াজাতকরণ প্রশিক্ষণ প্রদান, পেয়ারার বহুমূখী ব্যবহার বৃদ্ধি, অপচয় রোধ এবং বাজার সংযোগ স্থাপনের মাধ্যমে দরিদ্রতা হ্রাস ও কর্মসংস্থান সৃষ্টি করা। এছাড়া পেয়ারা চাষী/উদ্যোক্তাদের আয় বৃদ্ধি এবং সুষ্ঠু বিপণন ব্যবস্থা নিশ্চিত করাই কর্মসূচির মূল উদ্দেশ্য।

৬.

কর্মসূচি এলাকা

ঝালকাঠি, বরিশাল, পিরোজপুর

৭.

কর্মসূচি পরিচালকের নাম

মোঃ সানোয়ার হোসেন

৮.

মোবাইল/ টেলিফোন নম্বর

মোবাইলঃ ০১৬৭৪-১৯৩৪৪৬

৯.

ই-মেইল

sanowar175@gmail.com

প্রকল্প/কর্মসূচী প্রকল্প/কর্মসূচী

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon