স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসিপি) প্রকল্প (ডিএএম অঙ্গ)
১. |
বাস্তবায়নকারী সংস্থা |
কৃষি বিপণন অধিদপ্তর (ডিএএম) |
২. |
বাস্তবায়নকাল |
০১/০৭/২০১৮ হতে ৩০/০৬/২০২৬ পর্যন্ত |
৩. |
প্রাক্কলিত ব্যয় |
২১২ কোটি ৯১ লক্ষ |
৪. |
অর্থায়নের উৎস |
জিওবি ও IFAD |
৫. |
প্রকল্পের উদ্দেশ্য |
মুল উদ্দেশ্যঃ জলবায়ু পরিবর্তনের পরিবর্তিত পরিস্থিতিতে চাহিদাভিত্তিক ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি, বৈচিত্র্য আনয়ন ও বাজারজাতকরণের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি এবং জীবনযাত্রার মান উন্নয়ন। মুল কার্যক্রমঃ কৃষক প্রশিক্ষণ (পোষ্ট হার্ভেষ্ট প্রাইমারী প্রসেসিং)- ৮,৬০০ ব্যাচ; কৃষক প্রশিক্ষণ (বিজনেস ম্যানেজমেন্ট স্কিল)- ৯,০০০ ব্যাচ; উদ্যোক্তা তৈরি-৩০০ জন; |
৬. |
প্রকল্প এলাকা |
নির্বাচিত ১১টি জেলার (চট্টগ্রাম, ফেনী, লক্ষীপুর, নোয়াখালী, বাগেরহাট, সাতক্ষীরা, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী ও বরগুনা) এবং মোট ৩০টি উপজেলা |
৭. |
প্রকল্প পরিচালকের নাম |
ড. মোহাম্মদ রাজু আহমেদ |
৮. |
মোবাইল/ টেলিফোন নম্বর |
মোবাইলঃ ০১৭১৮০০৯৯৯৯ টেলিফোনঃ ০২-৪৮১১০২৬৭ |
৯. |
ই-মেইল |
cdsacpdam@gmail.com |
কৃষি বিপণন অধিদপ্তর জোরদারকরণ প্রকল্প
১. |
বাস্তবায়নকারী সংস্থা |
কৃষি বিপণন অধিদপ্তর (ডিএএম) |
২. |
বাস্তবায়নকাল |
০১/০৭/২০১৯ হতে ৩০/০৬/২০২৫ পর্যন্ত |
৩. |
প্রাক্কলিত ব্যয় |
183 কোটি ৯৯ লক্ষ |
৪. |
অর্থায়নের উৎস |
জিওবি |
৫. |
প্রকল্পের উদ্দেশ্য |
অবকাঠামো, লজিষ্টিক এবং মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে কৃষি বিপণন ব্যবস্থার কার্যকারিতা বৃদ্ধি করা প্রকল্পে সুনির্দিষ্ট উদ্দেশ্যসমূহ: (ক)4625 জন কৃষক, ব্যবসায়ী, উদ্যোক্তা এবং কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করা হবে। (খ)১ টি মধ্যবর্তী মূল্যায়ন ও ২টি অগ্রগতি পরিবীক্ষণ সম্পন্ন করা হবে। (গ)জাতীয় সেমিনার, আঞ্চলিক কর্মশালা সহ মোট ১২ টি কর্মশালা আয়োজন করা হবে। (ঘ)২১টি অফিস কাম প্রশিক্ষণ ও প্রসেসিং সেন্টার ও ৫০০ টি জিরো এনার্জি কুল চেম্বার নির্মাণ করা হবে। (ঙ)১২ টি মান নিয়ন্ত্রণ ল্যাবরেটরীর নিমিত্ত ই্কুইটমেন্ট সংগ্রহ করা হবে। |
৬. |
প্রকল্প এলাকা |
ঢাকা, ফরিদপুর, গাজীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, টাঙ্গাইল, নরসিংদী, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, চট্টগ্রাম, কক্সবাজার, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, পাবনা, বগুড়া, সিরাজগঞ্জ, চাপাইনবাবগঞ্জ, খুলনা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, সাতক্ষিরা, ভোলা, পিরোজপুর, বরিশাল, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ (৩৫টি জেলার মোট ৬৬টি উপজেলা/ সিটি কর্পোরেশন) |
৭. |
প্রকল্প পরিচালকের নাম |
মোঃ মফিদুল ইসলাম |
৮. |
মোবাইল/ টেলিফোন নম্বর |
মোবাইলঃ ০১৭১২৮৯৮৩১৩, টেলিফোনঃ ০২-৫৫০২৮৬৯৭ |
৯. |
ই-মেইল |
mofidul1971.dae@gmail.com |
কৃষক পর্যায়ে পিঁয়াজ ও রসুন সংরক্ষণ পদ্ধতি আধুনিকায়ন এবং বিপণন কার্যক্রম উন্নয়ন প্রকল্প
১. |
বাস্তবায়নকারী সংস্থা |
কৃষি বিপণন অধিদপ্তর (ডিএএম) |
২. |
বাস্তবায়নকাল |
০১/০৭/২০২১ হতে ৩০/০৬/২০২৬ পর্যন্ত |
৩. |
প্রাক্কলিত ব্যয় |
২৫ কোটি ২৬ লক্ষ |
৪. |
অর্থায়নের উৎস |
জিওবি |
৫. |
প্রকল্পের উদ্দেশ্য |
(ক) প্রকল্পের আওতায় ৩৯৪০ জন কৃষক, কৃষি ব্যবসায়ী, উপকারভোগী ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীদের প্রশিক্ষণ প্রদান করতে হবে। (খ) পেঁয়াজ-রসুন সংরক্ষণের জন্য ৩০০টি ঘর নির্মাণ করা হবে। (গ) ৩টি এসেম্বল সেন্টার নির্মাণ করা হবে। |
৬. |
প্রকল্প এলাকা |
dwi`cyi, ivRevox, gv¸iv, wSbvB`n, Kzwóqv, ivRkvnx, cvebv |
৭. |
প্রকল্প পরিচালকের নাম |
মোঃ হেলাল উদ্দিন |
৮. |
মোবাইল/ টেলিফোন নম্বর |
মোবাইলঃ ০১৭১২৬৬৩৭৪৭। |
৯. |
ই-মেইল |
pdonion@gmail.com |
আলুর বহুমূখী ব্যবহার, সংরক্ষণ ও বিপণন উন্নয়ন প্রকল্প
১. |
বাস্তবায়নকারী সংস্থা |
কৃষি বিপণন অধিদপ্তর (ডিএএম) |
২. |
বাস্তবায়নকাল |
০১/০১/২০২২ হতে ৩০/০৬/২০২৬ পর্যন্ত |
৩. |
প্রাক্কলিত ব্যয় |
৪৩ কোটি ৭৭ লক্ষ |
৪. |
অর্থায়নের উৎস |
জিওবি |
৫. |
প্রকল্পের উদ্দেশ্য |
(ক) 450 টি (25′×15′) আলু সংরক্ষণের মডেল ঘর নির্মাণ করা; (খ) 30 জনের সমন্বয়ে 01 টি করে মোট 450 টি কৃষক বিপণন দল গঠন; (গ) 18900 জন কৃষক, কৃষি ব্যবসায়ী, কৃষি উদ্যোক্তা ও কৃষি প্রক্রিয়াজাতকারীগণকে প্রশিক্ষণ প্রদান করা। |
৬. |
প্রকল্প এলাকা |
ঢাকা, মুন্সিগঞ্জ, চট্টগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রাজশাহী, নওগাঁ, বগুড়া, জয়পুরহাট |
৭. |
প্রকল্প পরিচালকের নাম |
মোঃ আনোয়ারুল হক |
৮. |
মোবাইল/ টেলিফোন নম্বর |
মোবাইলঃ ০১৭৫৭৮৬৮২৮৭ |
৯. |
ই-মেইল |
প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফর্মেশন ফর নিউট্রিশন, এন্ট্রিপ্রিনিউরশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার-ডিএএম অংগ) প্রকল্প
১. |
বাস্তবায়নকারী সংস্থা |
কৃষি বিপণন অধিদপ্তর (ডিএএম) |
২. |
বাস্তবায়নকাল |
১/০৭/২০২৩ হতে ৩০/০৬/২০২৮ পর্যন্ত |
৩. |
প্রাক্কলিত ব্যয় |
৭৬০ কোটি |
৪. |
অর্থায়নের উৎস |
বিশ্ব ব্যংক, IFAB, জিওবি |
৫. |
প্রকল্পের উদ্দেশ্য |
১। কৃষি ব্যবসায়ে যুবক ও নারীদের উৎসাহিত করার জন্য সারাদেশে ২০,০০০ (নারী-১২,০০০ এবং যুবক-৮০০০ জন) জনকে অন-দ্যা-জব প্রশিক্ষণ প্রদান এবং কর্মসংস্থান সৃষ্টি এবং ইনকিউবেশন সাপোর্ট প্রদান। ২। ৫টি কৃষি পণ্যের (আম, আলু, কাঁঠাল, টমেটো ও সুগন্ধি চাল) স্টেকহোল্ডারদের সমন্বয়ে মাল্টিস্টেকহোল্ডার প্ল্যাটফর্ম গঠনের নীতিমালা তৈরি এবং পরিচালনা করা। |
৬. |
প্রকল্প এলাকা |
৬৪টি জেলা। |
৭. |
প্রকল্প পরিচালকের নাম |
ড. মুহাম্মদ আব্দুল্লাহ আল ফারুক |
৮. |
মোবাইল/ টেলিফোন নম্বর |
মোবাইলঃ ০১৯১৭৯৯১৮৯৯, টেলিফোনঃ ০২-৫৫০২৮৬৯৭। |
৯. |
ই-মেইল |
শস্য গুদাম আধুনিকীকরণ ও ডিজিটালাইজেশন প্রকল্প
১. |
বাস্তবায়নকারী সংস্থা |
কৃষি বিপণন অধিদপ্তর (ডিএএম) |
২. |
বাস্তবায়নকাল |
১/০৭/২০২৩ হতে ৩০/০৬/২০২৬ পর্যন্ত |
৩. |
প্রাক্কলিত ব্যয় |
4900.00 লক্ষ |
৪. |
অর্থায়নের উৎস |
জিওবি |
৫. |
প্রকল্পের উদ্দেশ্য |
১) কৃষকের আয় বৃদ্ধি তথা ন্যায্যমূল্য প্রাপ্তিতে সহায়তার লক্ষ্যে শস্য গুদাম কার্যক্রমের মাধ্যমে ১৭৭১০ মে: টন খাদ্য শস্য যথাপোযুক্তভাবে গুদামে সংরক্ষণের ব্যবস্থা করা; ২) শস্য বপন মৌসুমে স্বল্পমূল্যে, সহজে উন্নত বীজ সরবরাহের লক্ষ্যে ৪১টি গুদামে বীজ সংরক্ষণ ও বীজ প্যাকেটজাতকরণের মাধ্যমে স্থানীয় বীজ ব্যবসায় সহায়তা প্রদান; ৩) সফটওয়ার তৈরির মাধ্যমে কার্যক্রমভুক্ত ৭৯টি গুদাম ডিজিটাল নেটওয়ার্কভুক্ত করা এবং ৪) প্রশিক্ষণের মাধ্যমে 5595 জন কৃষক ও অন্যান্য সংশ্লিষ্টদের গুদাম সংরক্ষণ ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ে সহায়তা প্রদান। |
৬. |
প্রকল্প এলাকা |
পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, রংপুর, লালমনিরহাট,কুড়িগ্রাম গাইবান্ধা, বগুড়া, জয়পুরহাট, পাবনা, নওগাঁ, রাজশাহী, মানিকগঞ্জ, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, শরিয়তপুর, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ি, কিশোরগঞ্জ, মাগুরা, নড়াইল, যশোর, ঝিনাইদহ জেলার ৫৬টি উপজেলার ৭৯টি গুদাম, ২টি প্রশিক্ষণ কেন্দ্র ও ১টি এলাকা কার্যালয়। |
৭. |
প্রকল্প পরিচালকের নাম |
ড. ফাতেমা ওয়াদুদ |
৮. |
মোবাইল/ টেলিফোন নম্বর |
মোবাইলঃ ০১৭১১৫২৭৮৬৫, টেলিফোনঃ ৫৫৯২৮৪৫৪ |
৯. |
ই-মেইল |
shilawadudgp@gmail.com |
রংপুর, দিনাজপুর ও পঞ্চগড় জেলার উৎপাদিত টমেটোর সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বিপণন উন্নয়ন কর্মসূচি
১. |
বাস্তবায়নকারী সংস্থা |
কৃষি বিপণন অধিদপ্তর (ডিএএম) |
২. |
বাস্তবায়নকাল |
১লা জুলাই, ২০২১ হতে ৩০শে জুন, ২০২৪ পর্যন্ত |
৩. |
প্রাক্কলিত ব্যয় |
৫ কোটি ১ লক্ষ ১৪ হাজার |
৪. |
অর্থায়নের উৎস |
বিশ্ব ব্যংক, IFAB, জিওবি |
৫. |
কর্মসূচির উদ্দেশ্য |
টমেটো চাষীদের উপযুক্ত মূল্য প্রাপ্তিতে সহায়তা প্রদানের লক্ষ্যে সংরক্ষণ ব্যবস্থা উন্নয়ন, টমেটোর বহুমূখী ব্যবহার বৃদ্ধি, অপচয় রোধ এবং বাজার সংযোগ স্থাপনের মাধ্যমে দরিদ্রতা হ্রাস ও কর্মসংস্থান সৃষ্টি করা। এছাড়া উদ্যোক্তা উন্নয়ন, কৃষকের আয় বৃদ্ধি এবং সুষ্ঠু বিপণন ব্যবস্থা নিশ্চিত করাই কর্মসূচির মূল উদ্দেশ্য। |
৬. |
কর্মসূচির এলাকা |
রংপুর, দিনাজপুর, পঞ্চগড় |
৭. |
কর্মসূচি পরিচালকের নাম |
নিখিল চন্দ্র দে |
৮. |
মোবাইল/ টেলিফোন নম্বর |
মোবাইলঃ ০১৭১৪-৩৫৬০২৩ |
৯. |
ই-মেইল |
dey.nikhil@ymail.com |
পেঁয়ারা প্রক্রিয়াজাকরণ, ব্রান্ডিং ও বিপণন কার্যক্রম সম্পসারণ কর্মসূচি
১. |
বাস্তবায়নকারী সংস্থা |
কৃষি বিপণন অধিদপ্তর (ডিএএম) |
২. |
বাস্তবায়নকাল |
১লা জুলাই, ২০২৩ হতে ৩০শে জুন, ২০২৫ পর্যন্ত |
৩. |
প্রাক্কলিত ব্যয় |
১ কোটি ৭৫ লক্ষ |
৪. |
অর্থায়নের উৎস |
বিশ্ব ব্যংক, IFAB, জিওবি |
৫. |
কর্মসূচির উদ্দেশ্য |
পেয়ারা চাষীদের উপযুক্ত মূল্য প্রাপ্তিতে সহায়তা প্রদানের লক্ষ্যে প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থা উন্নয়ন, কর্মসূচি অঞ্চলে প্রায় ৩,০০০ জন পেয়ারা চাষী/উদ্যোক্তাকে পেয়ারা প্রক্রিয়াজাতকরণ প্রশিক্ষণ প্রদান, পেয়ারার বহুমূখী ব্যবহার বৃদ্ধি, অপচয় রোধ এবং বাজার সংযোগ স্থাপনের মাধ্যমে দরিদ্রতা হ্রাস ও কর্মসংস্থান সৃষ্টি করা। এছাড়া পেয়ারা চাষী/উদ্যোক্তাদের আয় বৃদ্ধি এবং সুষ্ঠু বিপণন ব্যবস্থা নিশ্চিত করাই কর্মসূচির মূল উদ্দেশ্য। |
৬. |
কর্মসূচি এলাকা |
ঝালকাঠি, বরিশাল, পিরোজপুর |
৭. |
কর্মসূচি পরিচালকের নাম |
মোঃ সানোয়ার হোসেন |
৮. |
মোবাইল/ টেলিফোন নম্বর |
মোবাইলঃ ০১৬৭৪-১৯৩৪৪৬ |
৯. |
ই-মেইল |
sanowar175@gmail.com |